কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালংএ শীতবস্ত্র(কম্বল) নিয়ে এতিম অসহায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পাশে ইউএনও ফাহমিদা মোস্তফা স্বর্ণা। কনকনে শীতে কাপঁছে অসহায় এতিম ছেলেমেয়েদের খুঁজ নিয়ে বিভিন্ন এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাহমিদা মোস্তফা । .
(রবিবার) ১৫ জানুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে রামু খুনিয়াপালং পূর্ব ধেচুয়াপালং আল্ হাসানিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে দারিয়ার দীঘি মারকাজুলহুদা মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের হাতে শীতবস্ত্র( কম্বল) তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটানো হয়। .
এসময় এতিম অসহায় দরিদ্র ২০ জন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এতিম ও দরিদ্র ছাত্রছাত্রীসহ আনুমানিক (৪০ জনের) হাতে শীতবস্ত্র ( কম্বল) তুলে দেন ইউএনও ফাহমিদা মোস্তফা স্বর্ণা । কম্বল পেয়ে এসব এতিম ও দরিদ্র ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটে উঠে।.
.
এসময় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ, শিক্ষা পরিচালক সাইফুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুজায়ইয়ানাতুল গাফফার, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা জুবায়ের হাসান, মাওলানা হাফেজ সলিমুল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ হোসেন উপস্থিত ছিলেন। .
ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
আপনার মতামত লিখুন: